নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর উত্তরা জোন উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র বৃহত্তর উত্তরার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন।উত্তরা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মাসুদ পারভেজের নেতৃত্বে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল মঙ্গল বার সকাল ১১ টায় পুলিশ কমিশনারের কার্যালয়ে এ মত বিনিময় সভায় যোগ দেন।মত বিনিময় সভায় বৃহত্তর উত্তরার মাদক ব্যবসা,অপসাংবাদিকতা ও ইজি বাইক চাদাবাজীর বিভিন্ন দিক তুলে ধরেন বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি,মাহমুদুল হাসান।এ সময় উপস্হিত ছিলেন,আলাউদ্দিন আল আজাদ-বিজয় টিভি,কে আর খান মুরাদ-এশিয়ান টিভি,জালাল আহমেদ বাবু-দৈনিক অর্থনীতির কাগজ,মোঃ বেলায়েত হোসেন সিদ্দিক-দৈনিক ঢাকার ডাক,মিরাজ শিকদার-দৈনিক আমাদের কন্ঠ,মোঃ রাকিব হোসেন-রেডিও নিঝুম,বাদশা আলমগীর-বিএন এস টাইমস২৪.কম,আঃ মতিন-দৈনিক নব অভিযান,মোঃ সেলিম খন্দকার-সিটিজেন নিউজ২৪.কম প্রমুখ ব্যক্তি বর্গ।আলোচনা শেষে উপ-পুলিশ কমিশনার জয়দেব কুমার ভদ্র,ভূয়া ও অপসাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্হা গ্রহনের প্রত্যয় ব্যক্ত করে,মাদক,চাদাবাজ,জালিয়াত ও প্রতারক চক্রের বিরুদ্ধে এক যোগে কাজ করার আহবান জানান।উত্তরা রিপোর্টাস ক্লাবের সভাপতি-মাসুদ পারভেজ বলেন,”প্রশাসনের সহযোগিতায় সমাজ হতে নিরাজ্য দূর করা সম্ভব,সে ক্ষেত্রে জনমত তৈরী করতে অবশ্যই আমাদের অগ্রণী ভূমিকা থাকবে”।উত্তরা জোনের মাদক,চাদাবাজ ও বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িতদের তালিকা চান জয়দেব কুমার ভদ্র,অপরাধী ও অপরাধ সংগঠিত করার স্হানসহ তালিকা প্রদানের প্রতিশ্রুতি প্রদান করে,বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি,মাহমুদুল হাসান বলেন,”মাদক আমাদের রক্ত কণিকাকে দূষিত করে ফেলছে,অত্যন্ত পরিতাপের বিষয় কিছু দিন আগে বিপুল পরিমান ইয়াবাসহ একজন সম্পাদক গ্রেপ্তার হয়েছেন,আমরা উত্তরা হতে এ সকল পত্রিকার পরিচয় বহনকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্হা গ্রহনের দাবি জানাই।ডিসি মহোদয় কোরবাণী ঈদের পর ভোয়া সাংবাদিকসহ ইজি বাইক চাদাবাজী বন্ধে পদক্ষেপ গ্রহনের আশ্বাস দেন।