বাংলার প্রতিদিন ডেস্ক ঃ
বাংলা চলচ্চিত্রের প্রবাদপুরুষ ও কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় বনানী কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।
এ সময় রাজ্জাকের তিন ছেলে বাপ্পা, বাপ্পি ও সম্রাটসহ নায়ক শাকিব খান, অমিত হাসানসহ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে রাজ্জাকের মেজ ছেলে রওশন হোসেন বাপ্পি কানাডা থেকে দেশে পৌঁছান।
হৃদরোগে আক্রান্ত রাজ্জাককে সোমবার বিকেলে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে তার মৃত্যু হয়।
মঙ্গলবার সকালে কর্মস্থল এফডিসিতে প্রথম জানাজা শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য বেলা সাড়ে ১২টায় নায়করাজের মরদেহ নেয়া হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। সেখানে ভক্ত-অনুরাগী ও সহকর্মীরা দেশের চলচ্চিত্রের এই কিংবদন্তি অভিনেতার প্রতি শেষ শ্রদ্ধা জানান।