সোহেল রানা ,(হিলি )দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলায় প্রাইভেট স্কুল
সোসাইটির কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার বিকেল ৫
টায় বাংলাহিলি ডিমল্যান্ড স্কুলে সোসাইটির সদস্যদের ভোটে এ
নির্বাচন অনুষ্ঠিত হয়। সোহরাব হোসেন(সহ-সভাপতি),
আতাউর রহমান (যুগ্ম সা: সম্পাদক), শাহ সুলতান রনি
(সাংগঠনিক সম্পাদক), গোলাম মোস্তফা (অর্থ সচিব), খাদেমুল
ইসলাম (দপ্তর ও প্রচার সম্পাদক), রেবেকা সুলতানা (মহিলা বিষয়ক
সম্পাদিকা) উক্ত পদে নির্বাচিত হন।