মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সরকারের নির্যাতনের প্রতিবাদ করে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বিবৃতি দেওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোধোদয় হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কক্সবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন বিএনপির এই নেতা।
মির্জা আব্বাস বলেন, ‘বিএনপির নড়াচড়ার পর সরকারের টনক নড়েছে। খালেদা জিয়া ২৮ আগস্ট বিবৃতি দেওয়ার পর শেখ হাসিনার বোধোদয় হয়েছে। তাও অনেক দেরিতে। রোহিঙ্গাদের দেখতে সাত সমুদ্র তের নদী পার হয়ে তুরস্কের ফার্স্ট লেডি আসতে পারলেও বাংলাদেশের প্রধানমন্ত্রী আসতে পারেননি।’
বিএনপি নেতা আরো বলেন, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কূটনৈতিকভাবে রোহিঙ্গা সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। মিয়ানমারের বিরুদ্ধে বাংলাদেশ সরকার গর্জন করতে পারেনি। নানাভাবে তারা পিছিয়ে রয়েছে। এর কারণ বর্তমান সরকার অগণতান্ত্রিক ও অবৈধ। তাদের পায়ে মাটি নেই, কোমরে জোর নাই।
১৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে বিএনপির উদ্যোগে সাত সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের মাধ্যমে ত্রাণ বিতরণ শুরু হবে বলে জানান মির্জা আব্বাস।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ডা. জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামিম, কেন্দ্রীয় নেতা লুৎফুর রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না।