মাসুদ হোসেন, চাঁদপুর প্রতিনিধিঃ চাঁদপুর পুরাণ বাজার মধূসুদন হাইস্কুল মাঠে ১ মাস ব্যাপী ‘চাঁদপুর শিল্প ও বাণিজ্য মেলা-২০১৭ শুরু হয়েছে। চাঁদপুুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রি ও ঢাকা বেনারশি ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেডের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) এ মেলা শুরু হয়। চাঁদপুর জেলার রফতানি বাণিজ্যের বাজার সম্প্রসারণ, উদ্যোক্তাদের পণ্যের মানোন্নয়ন এবং ক্রেতা-বিক্রেতাদের মধ্যে পারস্পারিক সু-সম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে জমকালো আয়োজনের মধ্যেদিয়ে বিকেলে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই। চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায়ের সভাপতিত্বে ও মো.ইউনুস উল্যাহর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুনাহার পিপিএম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওচমান গনি পাটওয়ারী,পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী,চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক সালাউদ্দিন মো.বাবর। উদ্বোধকের বক্তব্যে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল হাই বলেন,‘ব্রান্ডিং জেলা ঘোষণা হওয়ার পর এই প্রথম শিল্প ও বাণিজ্য মেলা এটি। প্রথম ব্রান্ডিং জেলা হিসেবে চাঁদপুর জেলা বাংলাদেশে স্বীকৃতি পায়। পুলিশ সুপার শামসুনাহার পিপিএম বলেন, পুরাণ বাজার বাসীদের জন্যে প্রাপ্য এ মেলা। মেলার স্থান নির্ধারণে ব্যবসা-বাণিজ্যের ঐতিহ্যবাহী এলাকাকে বেছে নেয়া হয়েছে। সে জন্যে মেলার আয়োজকদের আমি ধন্যবাদ জানাই। এ সময় আরও উপস্থিত ছিলেন নারী মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা,চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী,শহীদ পাটওয়ারী,সাধারণ সম্পাদক জিএম শাহিন, সাবেক সাধারণ সম্পাদক সোহেল রুশদী,দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক হায়দার চৌধুরীসহ অন্যান্যরা। উদ্বোধনী সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পুলিশ নারী কল্যাণ সমিতি পুনাক।
এ বছর মেলায় ৬৭টি স্টলের পাশাপাশি-মেলায় আগত দর্শনার্থী ও শিশুদের জন্য চিত্ত বিনোদনের ব্যবস্থা রয়েছে।