সোহেল রানা সোহাগ,সিরাজগঞ্জ থেকেঃ
ইকবাল হাসান রুবেল । সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় তাড়াশ সদরে বাড়ি
তার । ছোট বেলা থেকেই ছাত্রলীগের জন্য নিকেদিত প্রান সে। ২০১০ সালে
প্রথম ছাত্র রাজনৈতির সাথে যুক্ত হয় রুবেল। প্রথমে তাড়াশ ডিগ্রী
কলেজের দপ্তর সম্পাদক নির্বাচিত হন। পরে ২০১১ তে যুগ্নআহবায়ক ২০১২
তে তাড়াশ উপজেলা ছাত্রলীগের সম্মেলনে সহ-সভাপতি নির্বাচিত হয় সে ।
২০১৪ সালে তাড়াশ ডিগ্রী কলেজ শাখার সভাপতি নির্বাচিত হয়ে বেশ
শুনামের সাথে কলেজ শাখা ছাত্রলীগ পরিচালনা করে আসছে রুবেল। বর্তমানে
ছাত্রলীগে বেশ জনপ্রিয়তা অরজন করায় বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি
থেকে ইকবাল হাসান রুবেল কে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-প্রচার
সম্পাদক নির্বাচিত করেছেন । ছোট বেলা থেকেই বাবার রাজনৈতিক
জীবন দেখে সপ্নছিল সেও রাজনীতি করবে। তাই বঙ্গবন্ধুর আদর্শকে বুকে
লালন করে ছাত্রলীগের পতাকা তলে এছে দাড়ায় ইকবাল হাসান রুবেল। তার বাবা
তাড়াশ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলহাজ্ব মো আবু মুসা প্রাং।
রুবেলের সপ্ন উপজেলা ছাত্রলীগ কে সু-সংগঠন করে কেন্দ্রীয় ছাত্রলীগ কে
উপহার দেবে। ইকবাল হাসান রুবেল বলেন.ছাত্রলীগে যোগ দেওয়ার পর থেকে
কখনো নিজের কথা ভাবিনি । কি ভাবে অর্থ উর্পাজন করবো তাও কখনো
ভাবিনি । ভেবেছি কি ভাবে ছাত্রলীগ কে সু-সংগঠন করা যাবে। আমি
নিজেকে প্রতিষ্ঠিত করার কথা কখনো চিন্তাও করি না। শুধু চিন্তা করি কি
ভাবে ছাত্রলীগ কে এগ্রিয়ে নেওয়া যাবে। তাড়াশ উপজেলা ছাত্রলীগের সহ-
সভাপতি বাবুল রেজা বলেন.রুবেল তাড়াশ উপজেলা ছাত্রলীগের জন্য নিবেদিত
প্রাণ বলে আমি মনে করি