মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৭:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কবে হবে জাতীয় নির্বাচন, জানালেন প্রধান উপদেষ্টা কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে বাসের ধাক্কা, নিহত ৩ মোরেলগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষে প্রশাসনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট খেলার উদ্বোধন জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন তারেক রহমান দেশে ফিরবেন কখন, যা বললেন মির্জা ফখরুল গুম-খুনে আর জড়াবে না র‍্যাব : মহাপরিচালক শেখ হাসিনার রাজনৈতিক কার্যক্রম সমর্থন করে না ভারতের মোদি সরকার সোনারগাঁয়ে দুটি চুনা কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন পাঁচবিবিতে জনবল সংকট ইউনিয়ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে ক্যারিবিয়ান জয়ের পর তাসকিন-তাইজুল যা বললেন

স্মার্টফোনে অব্যবহৃত পাঁচ ফিচার

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৭
  • ৩১৫ বার পড়া হয়েছে

তথ্য-প্রযুক্তির যুগে প্রায় সবার হাতেই রয়েছে স্মার্টফোন। কিন্তু স্মার্টফোনের ব্যবহার কি শুধুই গান শোনা, ইন্টারনেট দুনিয়ায় ঢুঁ মারা আর সেলফি তোলার মধ্যেই সীমাবদ্ধ? না। জীবনধারা বিষয়ক ওয়েবসাইট ব্রাইডসাইট জানাচ্ছে স্মার্টফোনের এমন সব ব্যবহারের কথা যা অনেকেরই অজানা। চলুন জেনে নেই সেই ব্যবহারগুলো।

লক স্ক্রিন মেসেজ 
ধরুন আপনি আপনার ফোনটি হারিয়ে ফেলেছেন। কিন্তু যে আপনার ফোনটি পেয়েছে সে না জানে আপনার ঠিকানা, না জানে আপনার লক খোলার পাসওয়ার্ড। কেমন হয় যদি লক না খুলেই আপনার ফোনটি খুঁজে পাওয়া ব্যক্তিটি জানতে পারে আপনার ঠিকানা? কাজটি কিন্তু মোটেও কঠিন না। মোবাইলের সেটিংসে গিয়ে লক অ্যান্ড সিক্যুরিটি অপশনে যান। সেখানে রয়েছে লক স্ক্রিন সিগনেচার নামের একটি অপশন। সেখানে স্পর্শ করে লিখে দিন আপনার নাম, যোগাযোগের ঠিকানা এবং যোগাযোগের অন্য নম্বর।

স্মার্টফোন যখন সিসি ক্যামেরা
অবাক হওয়ার কিছুই নেই। স্মার্টফোনকে আপনি চাইলেই রূপান্তর করতে পারেন সিসি টিভি ক্যামেরায়। এর জন্য আপনাকে গুগল অ্যাপ স্টোর অথবা আইওএস থেকে মোশন ডিটেক্টর অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটি ইন্সটল করে নিলেই আপনার মোবাইলটি রূপান্তরিত হয়ে যাবে সিসি ক্যামেরায়। এরপর চার্জিং পয়েন্টের খুব কাছাকাছি স্মার্টফোনটি লুকিয়ে চালু করে দিন সিসি ক্যামেরা।

সময়ের সমীকরণ 
‘সারাদিন ফোন হাতে কি করিস?’ বাবা-মায়ের কাছে এই প্রশ্ন শোনেননি এ রকম স্মার্টফোন ব্যবহারকারী খুঁজে পাওয়া কঠিন। কিন্তু আপনি আপনার ফোন ঘেঁটেই বের করতে পারেন আপনি স্মার্টফোন কতটুকু চালান। এমনকি কোন অ্যাপ বেশি ব্যবহার করেন তাও বলে দেবে আপনার স্মার্টফোন। আইওএস ফোনের ক্ষেত্রে আপনাকে এ জন্য যেতে হবে সেটিংসে। সেটিংস থেকে ব্যাটারি অপশনে যেতে হবে। ব্যাটারি অপশনে রয়েছে লাস্ট সেভেন ডেজ নামের একটি অপশন। সেখানে গেলেই দেখা মিলবে সব সমীকরণের।

ড্যাশ ক্যাম
গাড়ির ডিভিআর বা ড্যাশ ক্যাম হিসেবেও কাজে লাগানো যাবে আপনার স্মার্টফোনকে। এজন্য গুগল অ্যাপ স্টোর বা আইওএস এ থাকা ড্যাশ ক্যামের বিভিন্ন অ্যাপ স্টোর থেকে পছন্দমতো একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। যখন কোনো ভ্রমণ বা ভাড়া করা গাড়িতে আপনি রয়েছেন তখন মোবাইলের ড্যাশ ক্যাম বেশ কাজে দেবে।

মনোক্রোম মোড

ডিজিটাল যুগে বইও পরিণত হয়েছে ডিজিটাল প্রযুক্তিতে। কাগজের বইয়ের জায়গা দখল করেছে স্মার্টফোনে থাকা ডিজিটাল বই। তবে এসব বই পড়তে একটানা তাকিয়ে থাকতে হয় মোবাইলের দিকে যা চোখের জন্য ক্ষতিকর। এ ছাড়া এতে চার্জ শেষ হয়ে আসে দ্রুত। এ সমস্যার সমাধান রয়েছে আপনার স্মার্টফোনেই। এজন্য আপনাকে ম্যাজিকাল ডেভেলপার মেন্যুতে যেতে হবে। সেখানে গিয়ে খুঁজে বের করতে হবে সিম্যুলেট অ্যানোমিলি। এই সিম্যুলেট অ্যানোমিলির মনোক্রোম মোডটি চালু করলেই সাদাকালো হয়ে যাবে আপনার মোবাইলটি। ফলে চোখের ক্ষতি ছাড়াই বই পড়তে পারবেন আপনি। চার্জও দ্রুত ফুরিয়ে যাওয়ার ভয় নেই।

সুত্র,ntv

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451