সোহেল রানা ,হিলি (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে পুকুরে ডুবে রীতা (১০) নামক এক শিশুর
মৃত্যু ঘটেছে, এবং পলি (১০) নামক শিশু অসুস্থ হবার ঘটনা ঘটেছে। রোববার বিকেল
৬ টার দিকে উপজেলা সদরের মধ্যবাসুদেবপুর মহল্লায় এ ঘটনা ঘটে। রীতা ওই মহল্লার
রেজাউল ইসলামের মেয়ে এবং অসুস্থ পলি প্রতিবেশী হাসান বাবুর মেয়ে।
রীতার বোন তামান্না জানান, পলি ও রীতা বাড়ির পাশের একটি পুকুরের ঘাটে খেলা
করছিল। এসময় রীতা পা পিছলে পুকুরে পড়ে ডুবে যায়। এতে তার সঙ্গে থাকা পলি তাকে
উদ্ধার করতে পুকুরে নেমে সেও ডুবে যায়। এরপর প্রত্যক্ষদর্শীরা তাদের উদ্ধার করে উপজেলা
স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার রীতাকে মৃত ঘোষনা করেন। এবং পলি অসুস্থ হয়ে
পড়লে তাকে স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।