রামগঞ্জ প্রতিনিধি : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কর্মরত বিভিন্ন
জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকদের সাথে বুধবার দুপুরে
উপজেলা আ’লীগের সভাপতি এডভোকেট সফিক মাহমুদ পিন্টুর
সাথে তার বাসভবনে মতবিনিময় হয়।
চলমান উপজেলা আ’লীগের সাংগঠনিক কর্মকান্ড,আইনশৃংখলা
উন্নয়ন ও অপরাধ নিরসণে সহ একাদশ জাতীয় সংসদ নির্বাচণে
দলীয় মন্নোনয়ণে গ্রহনযোগ্য দলের ত্যাগীদের মূল্যায়ন নিয়ে
সাংবাদিকদের লিখনি ভূমিকা নিয়ে বক্তব্য দেন এডভোকেট
সফিক মাহমুদ পিন্টু,
এ সময়ে বক্তব্য রাখেন যুগান্তর প্রতিনিধি আবুছায়েদ
মোহন,ইনকিলাব প্রতিনিধি বাবর,নয়াদিগস্ত প্রতিনিধি খালেদ
মাহমুদ ফারুক,আমাদের সময় প্রতিনিধি জাকির
পাটোয়ারী,যায়যায়দিন প্রতিনিধি বেলায়েত
হোসেন,মানবজমিন প্রতিনিধি আবুতাহের,সকালের খবর
প্রতিনিধি রহমত উল্যাহ, ভোরের কাগজ প্রতিনিধি শরীফ
পাটোয়ারী,আলোকিত বাংলাদেশ প্রতিনিধি মাসুদ রানা,
আলোকিত সময় প্রতিনিধি সাখাওয়াত হোসেন,আমাদের
অর্থনীতি প্রতিনিধি- নজরুল ইসলাম,প্রতিদিনের সংবাদ কবির
হোসেন প্রমূখ।