সোহেল রানা,(হিলি) প্রতিনিধি:দিনাজপুর জেলার নবাবগন্জ উপজেলায় সোমবার
মধ্যে রাত্রিতে বিভিন্ন জায়গায় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী
ম্যাজিষ্টেট মো:বজলুর রশিদ এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাল্য বিবাহ
করার অপরাধে ১জনকে ৭ দিন বিনাশ্রম কারাদন্ড ও মাদক সেবন করার অপরাধে অপর
২জনকে পৃথক পৃথক ভাবে ১৫ দিনের কারাদন্ড দেয়।এরা হলেন ঐ উপজেলার ৯নং
কুশদহ ইউনিয়ানের তালতলা গ্রামের মৃত ইয়াসিনের ছেলে ইয়াকুব আলী(১৯)ও মাদক
সেবনকারী,ভাদুরিয়া বাজারের মৃত ছাবু মিয়ার ছেলে আহসান হাবিব(২৭)এবং একই
এলাকার মমিন উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম(২৫)কে ওই সাজা দেওয়া হয়।উল্লেখ
কুশদহ ইউনিয়ানের দক্ষিন খালিপপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রীকে বিবাহ
করতে গেলে বাল্য বিবাহ অপরাধে ঐ ইয়াকুব আলীকে ওই সাজা প্রদান করে
ভ্রাম্যমান আদালত।