সোহেল রানা (হিলি ) দিনাজপুর প্রতিনিধি:
শারদীয় দূর্গোৎসব উপলক্ষে দিনাজপুরের হাকিমপুরের হিলি
সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কে মিষ্টি
উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় সীমান্ত রক্ষী
বাহিনী (বিএসএফ)। এসময় বিজিবির পক্ষ থেকেও
বিএসএফকে মিষ্টি উপহার দেয়া হয়। গতকাল শনিবার সকাল
১১ টায় হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট শূণ্য রেখায়
বিএসএফ ভারত হিলি ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর হাপুনি
কার্শে বিজিবি বাংলাহিলি সিপি ক্যাম্প কমান্ডার
সুবেদার মাহবুব হোসেনের নিকট মিষ্টিগুলি উপহার দেন।
এসময় বিজিরি পক্ষ থেকেও বিএসএফকে মিষ্টি উপহার
দিয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় হয়। বিজিবি জয়পুরহাট-
২০ব্যটালিয়নের অধিনায়কের পক্ষ থেকে ভারতের ১৯৯ ও ১৮৩
পতিরাম বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক বরাবর দুই
প্যাকেট এবং বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার
সুবেদার মাহাবুব হোসেনের পক্ষ থেকে বিএসএফের হিলি
ক্যাম্প কমান্ডার বরাবর এক প্যাকেট মিষ্টি উপহার দেওয়া হয়।
এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ও মিডিয়াকর্মীরা
উপস্থিত ছিলেন। বিজিবি হিলি সিপি ক্যাম্প কমান্ডার
মাহাবুব হোসেন জানান, সীমান্তে সৌহার্দ্য,
সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ বজায় রেখে স্ব স্ব অবস্থানে
থেকে সুষ্ঠ ও সুন্দরভাবে বাহিনীগুলি যেন কাজ করতে পারে
এজন্য তারা বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসব গুলিতে
বিএসএফকে মিষ্টি ও বিভিন্ন উপহার সামগ্রী দিয়ে
শুভেচ্ছা বিনিময় করে থাকেন। বিএসএফও তাদের বিভিন্ন
জাতীয় ও ধর্মীয় উৎসবগুলিতে আমাদের মিষ্টিসহ বিভিন্ন
উপহার সামগ্রী দিয়ে থাকেন। এতে করে দুবাহিনীর মাঝে
বিরাজমান সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে বলেও তিনি
জানান।