‘আগামীর স্বপ্নরুপ ইন্টারটেনমেন্ট’ বেশ কিছুদিন থেকেই
নিয়মিত তৈরি করে আসছে সচেতনতামূলক নাটক। তারি
ধারাবাহিকতায় এবার আমাদের সমাজে বিরাজমান একটি মধ্যবিত্য
পরিবারের এক ছোট ছেলের আচার-ব্যবহার ও সেই ছেলেটি কলেজের বড়
ভাই হয়ে কেমন কার্যকলাপ করে তাই নিয়ে তৈরি করা হয়েছে ‘ছোট
ছেলে’ নাটকটি। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন লোকেশনে
নাটকটির শুটিং এর কাজ শেষ হয়েছে। অচিরেই নাটকটি একটি টিভি
চ্যানেলে প্রচার হবে। ‘আগামীর স্বপ্নরুপ ইন্টারটেনমেন্ট’ এর
পরিচালক মনিরুজ্জামান সুইট জানান, ভিন্ন ধারার নাটক পরিবেশনের
মধ্য দিয়ে সমাজের বিভিন্ন অসংগতি আমরা তুলে ধরতে চেষ্টা করি। যা
থেকে বর্তমান যুব সমাজের অনেকে সচেতন হবে। নাটকের গল্পে
থাকছে, একটি বখাটে ছেলে কলেজের প্রত্যেকটি ছাত্র-ছাত্রীকে উৎতপ্ত
করে বেড়া। হঠাৎ একটি মেয়ের মেয়ের সাথে প্রেমে পরে যাওয়া। বড়
ভায়ের সাইকেল বিক্রি করে বন্ধুদের হোটেলে খাওয়ানো। অন্যদিকে,
নিজের গাল্ডফেন্ডকে অন্য একজনের সাথে দেখায় তাকে ভুল বুঝা।
পরবর্তীতে, নাটকের নায়ক তার ভুল বুঝতে পারে, আর ভুল গুলো থেকে শিক্ষা
গ্রহণ করে নিজের জীবন সুন্দর করা এসব বিষয় তুলে ধরা হয়েছে
‘ছোট ছেলে’ নাটকে। আল-আমিন এর রচনা ও নির্দেশনায়
মনিরুজ্জামান সুইট এবং সিনেমাটোগ্রাফি করেছেন আব্দুর রহিম
পলাশ। ‘ছোট ছেলে’ নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে, সিমরান
জান্নাত সিনথিয়া, কথা, আল আমীন, মোস্তাফিজুর রহমান, পোলক,
দেলোয়ার, জনি, হাসান, হাসান ২, হিমেল, মুনিরুজ্জান সুইট, মোঃ
মুনিরুল ইসলামসহ আরো অনেকে।