গোলাম,সারোয়ার,নওগাঁ প্রতিনিধি : সন্ত্রাস, জঙ্গীবাদ, নৈরাজ্য ও সাম্প্রদায়কিতার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন পালিত হয়েছে। বুধবার বেলা ১২টা থেকে ঘন্টাব্যাপী ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ জেলা উপকেন্দ্রের উদ্যোগে শহরের মুক্তির মোড় নওযোয়ান মাঠের সামনে প্রধান সড়কের পাশে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ নওগাঁ জেলা উপকেন্দ্রের সভাপতি প্রকৌশলী একেএম বাদশা মিয়ার সভাপতিত্বে এসময় সাধারন সম্পাদক প্রকৌশলী শংকর কুমার দেব, সহ-সভাপতি প্রকৌশলী গুরুদাশ দত্ত, প্রকৌশলী বাকী বিল্লাহ, আনোয়ার হোসেন, রায়হান বাদশা, মাসুদুর রহমান, আব্দুর রকীব, শের আলী, সাইফুল ইসলাম, রেজাউল ইসলাম, হামিদুল হকসহ স্থানীয় বিভিন্ন দপ্তরে কর্মরত প্রকৌশলীগন উপস্থিত ছিলেন।
অপরদিকে, জঙ্গী বিরোধী সচেতনতা গড়ে তুলতে সাধারন মানুষের মাঝে লিফলেট বিতরন করেছে জেলা পুলিশ। সকালে শহরের তাজের মোড়ে, মুক্তির মোড়সহ বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ সুপার মোজাম্মেল হকের নেতৃত্বে জেলা পুলিশের কর্মকর্তাগন সাধারন মানুষের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরন করেন।