শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ০২:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ হওয়া ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার রাজধানীতে নিষিদ্ধঘোষিত হিজবুত তাহরীরের ২ সদস্য গ্রেপ্তার বগুড়ায় আইন কর্মকর্তা নিয়োগ বিএনপি-জামায়াতপন্থি ১০৭ জন অতি বৃষ্টির কারণে লালমনিহাট জেলায় বন্যা নিম্ন অঞ্চল প্লাবিত বগুড়ায় ট্রাক পরিবহনের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে ১০ কোটি টাকার আত্মসাৎ ও মামলা টিএমএসএস সদস্যদের (RAISE) প্রকল্পের উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ দীর্ঘ ১৩ বছর পর আইনি লড়াইয়ের মাধ্যমে চাকুরী ফেরত পেলেন প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল পরিত্যক্ত চুল পুনরায় ব্যবহারের মাধ্যমে ভাগ্য বোনার চেষ্টা আদিতমারীর নারীদের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হলেন অ্যাডভোকেট তাজুল ইসলাম

মুক্তির প্রথম দিনেই ইতিবাচক সাড়া পেয়েছে’ ঢাকা অ্যাটাক

বাংলার প্রতিদিন ডেস্ক ::
  • আপডেট সময় শুক্রবার, ৬ অক্টোবর, ২০১৭
  • ২৪৫ বার পড়া হয়েছে

বিনোদন ঃ মুক্তির প্রথম দিনেই ইতিবাচক সাড়া পেয়েছে দীপংকর দীপন পরিচালিত চলচ্চিত্র ‘ঢাকা অ্যাটাক’।শুক্রবার (৬ অক্টোবর) সারাদেশের শতাধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে ছবিটি। সকালে ঢাকার বলাকা ও কয়েকটি সিনেমা হল ঘুরে দেখা গেছে দর্শকের উপচে পড়া ভিড়। 

বলাকা সিনেমা হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালের প্রদর্শনীর চেয়ে দুপুর ও বিকেলের প্রদর্শনীতে দর্শকের চাপ আরো বেশি হবে। তবে সকালের প্রদর্শনীতে হাউজফুল দর্শক ছিল।জানা গেছে, সকালের প্রদর্শনীতে বলাকা হলে টিকিট বিক্রি হয়েছে ৩৮ হাজার ৭ শত ২১ টাকা। সাধারণত সকালের শোতে ৭-৮ হাজার টাকার টিকিট বিক্রি হয় বলাকায়। বাণিজ্যিক ধারার হিট সিনেমা হলে ২২-২৩ হাজার টাকার টিকিট বিক্রি হয়।সকালের প্রদর্শনীতে বলাকা হলে উপস্থিত হয়েছিলেন পরিচালক দীপংকর দীপন। দর্শকেরাও তাকে পেয়ে ছবি তুলেছেন। দীপন বলেন, সিনেমা দর্শক দেখছে এটাই আমাদের আনন্দ। সবাইকে অনুরোধ করবো সিনেমা হলে গিয়ে ‘ঢাকা অ্যাটাক’ দেখুন।সকালের প্রদর্শনী দেখে নাট্যকর্মী শাহজাদা সম্রাট বলেন, ‘সিনেমাটি খুবই ভালো লেগেছে। পুলিশের বিষয়গুলো এতো সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। ‘আয়নাবাজি’র পর ঢাকা অ্যাটাক দেখে মুগ্ধ হয়েছি। পরিচালক দীপংকর দীপন এবং পুরো টিমকে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে। তারা সহযোগিতা না করলে এমন সিনেমা নির্মাণ সম্ভব ছিল না। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাংলাদেশেও যে ভালো মানের সিনেমা নির্মাণ সম্ভব; এটা ঢাকা অ্যাটাক দেখিয়েছে।’ দীপংকর দীপন পরিচালিত সিনেমাটির মূল ভাবনা ও কাহিনি লিখেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (কাউন্টার টেররিজম ইউনিট) সানী সানোয়ার।যৌথভাবে প্রযোজনা করেছে- স্প্ল্যাশ মাল্টিমিডিয়া, ঢাকা পুলিশ পরিবার কল্যাণ সমিতি লিমিটেড এবং থ্রি-হুইলারস লিমিটেড। বাংলাদেশ ছাড়াও কানাডা, আমেরিকা, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, মাহিয়া মাহি, সৈয়দ হাসান ইমাম, আফজাল হোসেন, এবিএম সুমন, নওশাবা ও শতাব্দী ওয়াদুদ। বিশেষ অতিথি চরিত্রে দেখা যাবে নায়ক আলমগীর ও শিপন মিত্রকে।বাংলাদেশ ছাড়াও কানাডা, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ বিশ্বের আরো কয়েকটি দেশে সিনেমাটি মুক্তি পাবে।যেসব হলে দেখা যাবে ঢাকা অ্যাটাকঢাকা: স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, মধুমিতা, শ্যামলী, রাজমনি, চিত্রামহল, ফ্যান্টাসি, অভিসার, বিজিবি, আনন্দ, সনি, পূরবী, সেনা অডিটোরিয়াম, গীত, পুনম ও মুক্তি।ঢাকার বাইরে: নিউ গুলশান (জিঞ্জিরা), রানীমহল (ডেমরা), চাঁদমহল (কাঁচপুর), নিউমেট্রো (নারায়ণগঞ্জ), চম্পাকলি (টঙ্গী), সেনা অডিটোরিয়াম (সাভার), আলমাস (চট্টগ্রাম), মনিহার (যশোর), উপহার (রাজশাহী), মনোয়ার (জামালপুর), নন্দিতা (সিলেট), তাজ (নওগাঁ), অভিরুচি (বরিশাল), শাপলা (রংপুর), লিবার্টি (খুলনা), তিতাস (পটুয়াখালী), সাগরিকা (চালা), মধুবন (বগুড়া), মাধবী (মধুপুর), মালঞ্চ (টাঙ্গাইল), ছায়াবানী (ময়মনসিংহ), হীরামন (নেত্রকোনা), ফাল্গুনী (নগরপুর), সঙ্গীতা (খুলনা), মোহনা (কোনাবাড়ী), মোহন (হবিগঞ্জ), মধুমতি (ভৈরব), রাজ (কুলিয়ারচর), মানসী (কিশোরগঞ্জ), কাকলী (শেরপুর), তামান্না (সৈয়দপুর), হ্যাপী (লক্ষীপুর), গ্যারিসন (কুমিল্লা ক্যান্টঃ), রুপালী (কুমিল্লা), পালকী (চান্দিনা), ডায়মন্ড (বোয়ালমারী), ঝংকার (পাঁচদোনা), চলন্তিকা (গোপালদী), পান্না (মুক্তারপুর), রুনা (চালাকচর), প্রতিভা (রাজৈর), বনলতা (ফরিদপুর), রাজিয়া (সদরপুর) আলিম (মাঠবাড়ীয়া), সাগর (কালিয়াকৈর), মডার্ন (দিনাজপুর), অবকাশ (ফুলবাড়ী), রুমা (মুক্তাগাছা), ভিক্টোরিয়া (শ্রীমঙ্গল), লিলি (কুলাউড়া), ভাই ভাই (সখিপুর), রাজমনি (বোরহানউদ্দিন), বৈশাখী (বাউফল), পূর্বাশা (মাগুরা), বনানী (কুষ্টিয়া), চিত্রবানী (গোপালগঞ্জ), সঙ্গীতা (সাতক্ষীরা), সাথী (পলাশবাড়ী), পৃথিবী (জয়পুরহাট), গৌরী (শাহজাদপুর), অন্তরা (মেলন্দ বাজার), ছবিঘর (ঝিনাইদহ), ছন্দা (হাসনাবাদ), চান্দনা (জয়দেবপুর), ছন্দা (পটিয়া), মৌসুমী (পাকুনদিয়া), মমতাজ (সিরাজগঞ্জ), মুন (হোমনা), বীনা (পাবনা), সোনিয়া (বগুড়া), সানলাইট (কাঞ্চন), শাপলা (শ্রীপুর), তাজ (গাইবান্ধা), হিরক (গোবিন্দগঞ্জ), ঝর্ণা (দাউদকান্দি), ফিরোজমহল (পাগলা), শিকতা (ধুনট), পূর্ণিমা (কোম্পানীগঞ্জ), পিক্স  (সিরাজদিখাঁন), সাধনা (রাজবাড়ী), দিনান্ত (কেশরহাট), ছন্দা (কালিগঞ্জ), রাজু (ঈশ্বরদী), উল্লাস (বীরগঞ্জ), লাইট হাউস (পারুলিয়া), আলমডাঙ্গা টকিজ (আলমডাঙ্গা), রংধনু (নজিপুর), আনন্দ (তানোর), মমতাজ মহল (নীলফামারী), অনামিকা (পিরোজপুর), জনতা (জলঢাকা), সোনালী (ঘোরাঘাট), আয়না (আক্কেলপুর), সনি (ইসলামপুর), নবীন (মানিকগঞ্জ), চাঁদনী (রানীশঙ্কর), মিলন (মাদারীপুর), রাজমহল (চাঁপাইনবাবগঞ্জ), শিল্পীমিলন (মধ্যনগর), দুলাল (ফেনী), ঝংকার (বকশীগঞ্জ), শ্যামলী (চৌধুরানী), প্রিয়া (গৌরীপুর), ছায়াবানী (নাটোর) ও অর্পণা (খোকসা)।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
© All rights reserved © banglarprotidin.com
Theme Dwonload From ThemesBazar.Com
themebazarbanglaro4451