নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) বিশ্ববিদ্যালয়ের
গবেষণার মান উন্নয়নের জন্য বিশ্বব্যাংক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন এর সহায়তায়
‘প্রিপেয়ারিং পোস্ট সেল্ফ এসেসমেন্ট ইমপ্রুভমেন্ট প্ল্যান’ শিরোনামে কর্মশালার আয়োজন
করে।
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্ট এর চেয়ারম্যান প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ
আব্দুল্লাহ এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে
উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড.আনোয়ার হোসেন।
ফ্যাসিলিটেটর ছিলেন ইউসিজি’র হেকেপ প্রজেক্ট এর কোয়ালিটি এস্যুরেন্স ইউনিট এর
প্রধান প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী।
ওয়ার্কসপ এ আরো উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর রেজিস্ট্রার মোঃ রাশিদুল
ইসলামসহ কোয়ালিটি এ্যাসিউরেন্স বিশেষজ্ঞ ও ঘটই ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স
সেল (ওছঅঈ) এর কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় অংশগ্রহন করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সেল্ফ এসেসমেন্ট কমিটির
প্রধান ও সদস্যবৃন্দ। কর্মশালাটি সার্বিকভাবে পরিচালনা করেন কোয়ালিটি এ্যাসিউরেন্স
বিশেষজ্ঞ ও ঘটই ইনস্টিটিউশনাল কোয়ালিটি এ্যাসিউরেন্স সেল (ওছঅঈ) এর পরিচালক প্রফেসর ড.
মোঃ শামসুল হক।
অনুষ্ঠানে অতিথিবৃন্দ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর এই উদ্যোগকে স্বাগত জানান।
তাঁরা বলেন, ওছঅঈ, ঘটই,ঐঊছঊচ ও টএঈ এর সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যায়ের শিক্ষকদের
মান্নোয়নের পাশাপাশি শিক্ষার গুনগত মানের উন্নয়ন সম্ভব এবং সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে নর্দান
ইউনিভার্সিটি বাংলাদেশ।