জাকির হোসেন, পীরগঞ্জ(ঠাকুরগাঁও) থেকে : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ
উপজেলার ৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কোনো প্রধান
শিক্ষক নেই। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে
দায়িত্ব পালন করছেন। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়,পীরগঞ্জ
উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১৮৯টি। এর মধ্যে
৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নেই। গত বুধবার
সরেজমিনে উপজেলার বহড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দস্তমপুর সরকারি
প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে জানা যায়, প্রধাান শিক্ষক না থাকায় সহকারী
শিক্ষকই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। আর ভারপ্রাপ্ত প্রধান
শিক্ষককে দাপ্তরিক কাজ নিয়ে অধিকাংশ সময় ব্যন্ত থাকার কারণে পাঠদান
ব্যাহত হচ্ছে। প্রধান শিক্ষক না থাকায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম পরিচালনার
ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে জানান বহড়া সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ রায়। তিনি বলেন,
্য়ঁড়ঃ;আমাদের বিদ্যালয়ে প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীর সংখ্যা
৮৮জন। আর সহকারী শিক্ষকের পদ রয়েছে চারটি ও প্রধান শিক্ষকের একটি।
্য়ঁড়ঃ;কিন্তু বর্তমানে বিদ্যালয়ে মোট সহকারী শিক্ষকের সংখ্যা তিনজন।্য়ঁড়ঃ; তিনি
আরও জানান, তিনজনের মধ্য থেকে তাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব
পালন করতে হচ্ছে। এখন দুই সহকারী শিক্ষক দিয়েই চলছে বিদ্যালয়ের
পাঠদান।এতে বিষয়ভিত্তিক পাঠদানে সমস্যা হয়। দস্তমপুর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক
সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান বলেন, একটি
বিদ্যালয়ের প্রধান শিক্ষকই হলো মূল চালিকা শক্তি। প্রধান শিক্ষক না থাকায়
বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান কিছুটা ব্যাহত হচ্ছে। এর প্রভাব
শিক্ষার্থীদের ফলাফলে পড়তে পারে বলে তিনি মনে করেন। প্রধান শিক্ষক না
থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু সমস্যার কথা
স্বীকার করে উপজেলা শিক্ষা অফিসার নজরুল ইসলাম বলেন, ্য়ঁড়ঃ; চার বছর থেকেই
শিক্ষা মন্ত্রণালয় থেকে কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি। ভারপ্রাপ্ত
প্রধান শিক্ষক দিয়ে বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কিছু
সমস্যায় পড়তে হয় তবে শূন্য পদ পূরণের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে তথ্য পাঠানো
হয়েছে।্য়ঁড়ঃ;