রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জে অস্ত্রসহ নুর আলম খোকন (৪০) নামের এক একাধিক মামলার আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃস্পতিবার ভোরে উপজেলার চণ্ডিপুর ইউনিয়নের দক্ষিণ চণ্ডিপুর গ্রামের শিং-এর বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
এসময় তার কাছ থেকে একটি বিদেশি এলজি উদ্ধার করে পুলিশ। খোকন একই এলাকার মৃত লেদু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
রামগঞ্জ থানার ওসি তোতা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গ্রেফতারকৃত খোকন পৃথক অস্ত্র ও মাদক মামলায় দুই বছর কারাভোগ করে গত চার মাস আগে জামিনে বেরিয়ে আসেন। গোপন সংবাদের ভিত্তিতে ফের একটি বিদেশি এলজিসহ তাকে গ্রেফতার করা হয়েছে। আরো একটি অস্ত্র মামলা দিয়ে দুপুরে আদালতে পাঠানো করা হবে।’