শুভ ঘোষ,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে ৪০ জন যাত্রী
নিয়ে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিন জন
নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৫ যাত্রী। আজ
বেলা ৩টার দিকে জেলার সিরাজদিখান উপজেলার রশুনিয়ার
দানিয়াপাড়ায় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গীতা
পাল (৬০), সালমা বেগম (৪৭) ও বাসচালক স্বপন (৩৫)
এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
আবুল কালাম জানান, এস এস পরিবহনের একটি যাত্রীবাহী
বাসটি ঢাকা থেকে টঙ্গীবাড়ির বেতকার উদ্দেশ্যে ছেড়ে
আসে। বাসটি বিকেল সোয়া ৩ টার দিকে সিরাজদিখানের
ধানিয়াপাড়া এলাকায় পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী
একটি পুকুরে পড়ে ডুবে যায়। এ সময় দুর্ঘটনা খবর পেয়ে
পুলিশ ঘটনা স্থলে পৌছে, শ্রীনগর ফায়ার সার্ভিস ও
স্থানীয়দের সহযোগিতায় বাস থেকে কয়েক জনকে গুরুত্বও
আহত অবস্থায় উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সে নেয়ার পথে তিনজন মারা যায়। সেখানে কর্তব্যরত
ডাক্তার ৩ জনকে মৃত ঘোষণা করেন।
এদের মধ্যে ২জন নারী ও ১জন পুরুষ রয়েছেন। এ ঘটনায় গুরুত্বর
আহত অবস্থায় আরো ১৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ১
জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের দেয়া শেষ তথ্যে বাসের ভিতর আর
কোনো যাত্রী নেই বলে জানানো হয়েছে।