কাউসার আহাম্মেদ, বেলাল উদ্দিন, স্টাফ রিপোর্টার:
আজ সোমবার সকাল ১১ টা থেকে শুরু হয় এ অভিযান। রাজধানীর মিরপুর ১০ শাহ্ আলী মার্কেটের পেছেনে ৩নং রোডে অবৈধ ভাবে সরকারী জায়গা দখল করে যে ব্যবসা প্রতিষ্ঠান গুলো গড়ে উঠেছে সে গুলোতেই চালানো হয় অভিযান। এ সময় ব্যবসায়িরা বাঁধা দেওয়ার চেষ্টা করেলেও কোন কাজে আসেনি বাঁধা ।স্থানীয় জনগণের মধ্যে অনেকেই এ অভিযানের প্রসংশা করে বলেন এমন চলতে থাকলে এলাকার পরিবেশ সুন্দর থাকবে ।
সরজমিনে গিয়ে জানা যায়, আজ সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলছে এ অভিযান।
রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খন্দকার অলিউর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে আরো উপস্থিত উপস্থিত রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার ও অঞ্চল-৩ এর অথরাইজড অফিসার মোবারক হোসেন। ভ্রাম্যমাণ আদালতকে ইমারাত বিধিমালা সংক্রান্ত আইনি সহযোগিতা করছেন সহকারি অথরাইজড অফিস রংগন মন্ডল ও ইলিয়াস মিয়া, প্রধান ইমারত পরিদর্শক মশিউর রহমান, পরিদর্শক মিজানুর রহমান, মো. বাদল ও সালমা জামান।