অনলাইন ডেস্কঃ
রাজধানী ঢাকায় খোলা ট্রাকে ময়লা-আবর্জনা পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট।সেইসঙ্গে রাজধানীতে দিনের বেলায় ময়লা অপসারণ না করতে সিটি করপোরেশনকে নির্দেশ দেয়া হয়েছে। এ কাজের জন্য রাতে সুনির্দিষ্ট সময় বেঁধে দিয়েছেন হাইকোর্ট।
আজ (সোমবার) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি করে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ এ আদেশ দেন।রাত ১০টা থেকে ভোর ৬টার মধ্যে ঢাকা সিটির সব ময়লা অপসারণের নির্দেশ দেয়া হয়েছে ঢাকার দুই সিটি করপোরেশনকে।
এ ময়লা অপসারণে ঢাকনাযুক্ত গাড়ি ব্যবহারেরও নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে রিটকারী পক্ষে শুনানি করেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।সিটি করপোরেশনের তথ্য অনুযায়ী, ঢাকার দুই সিটির এক কোটি ৮০ লাখ মানুষের জীবন যাপনে প্রতিদিন গড়ে পাঁচ হাজার টন বর্জ্য তৈরি হয়।