রামগঞ্জ প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার করপাড়া ইউপির বিএনপির সভাপতি
মিজানুর রহমান মিন্টুকে উপজেলা বিএনপির সভাপতি
নাজিম উদ্দিন আহম্মদ,সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান
বাহার ভিপির স্বাক্ষরিত গত ১৬ই অক্টোবর সোমবার একটি
আদেশপত্রে তাঁকে দলীয় সভাপতি সহ সকল কর্মকান্ড থেকে
অব্যাহতি প্রদান করেন।
আদেশপত্রে উল্লেখ্য রয়েছে মিজানুর রহমান মিন্টুকে
অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে তাঁকে
অব্যাহতি প্রদান করা হয়।
মিন্টু জানান রাজনৈতিক গ্রুপিয়ে তাঁকে অব্যাহতি
প্রদান করেন।
উপজেলা বিএনপির সভাপতি নাজিম উদ্দিন জানান মিন্টুর
বিরুদ্ধে হত্যা,ধর্ষণ,ডাকাতি,নারী কেলেংকারীসহ
একাধিকবার মাদকের চালান নিয়ে পুলিশের কাছে
একাধিকবার ধৃত হয়। করপাড়া ইউপি বিএনপিসহ উপজেলা
বিএনপির তৃনমূল নেতাকর্মিদের দাবীতে তাকে দল থেকে
অব্যাহতি প্রদান করা হয়।
তাকে অব্যাহতির কারনে দলের ভিতরে সহস্তি ফিরে আসছে।