জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) থেকে ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক
ব্যবসায়ীকে মোবাইল ফোনে হত্যা ও তার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে ক্ষতি সাধন
করার হুমকি দেওয়া হয়েছে। আতংকিত ঐ ব্যবসায়ী এর প্রতিকার চেয়ে পীরগঞ্জ
থানা পুলিশ সহ দিনাজপুর র্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডারের নিকট লিখিত
আবেদন করেছেন। অভিযোগে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের আর এম স্কুল মোড়ে
মেসার্স রিয়ান স্টোরের মালিক আছিমউদ্দীন বেশ কয়েক বছর ধরে বিভিন্ন
কোম্পানীর স্থানীয় ডিস্ট্রিবিউটার হিসেবে সুনামের সাথে ব্যবসা করে
আসছেন। গত কয়েক মাস ধরে অজ্ঞাত ব্যক্তি ০১৭৭৭২৮৫৩০৯ এবং ০১৭৮২৪৯৫৫১৪
নম্বর মোবাইল ফোন থেকে ঐ ব্যবসায়ীকে হত্যা করে লাশ গুম এবং তার ব্যবসা
প্রতিষ্ঠান আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংশ করে দেওয়ার হুমকি ধামকি দিয়ে আসছে।
গত ৯ অক্টোবর দুপুর ১২.৫৮ ঘটিকায় ঐ মোবাইল নম্বর হতে ব্যবসায়ী
আছিমউদ্দীনের ব্যবহৃত মোবাইলে আবারো ফোন করে একই প্রকার হুমকি ধামকি
দেওয়া হয় যা ঐ ব্যবসায়ীর মোবাইলে রেকর্ড করা হয়। অবস্থা বেগতিক দেখে এর
প্রতিকার চেয়ে ঐ ব্যবসায়ী ১১ অক্টোবর পীরগঞ্জ থানায় ঐসব মোবাইল নম্বর
উল্লেখ করে জিডি করেন (জিডি নং ৪২৮)। এদিকে আতংকি ব্যবসায়ী
আছিমউদ্দীন ঘটনার বর্ননা দিয়ে গত ১৩ অক্টোবর দিনাজপুর র্যাব ক্যাম্পের
কোম্পানী কমান্ডারের নিকট আবেদন করেছেন যার রিনিভ নম্বর ৩১৬। এ বিষয়ে
বুধবার দুপুরে পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, জিডি’র সুত্র ধরে তদন্ত
চলছে।