বাংলার প্রতিদিন ডেস্কঃ
বিকেল থেকেই বিপুলসংখ্যক নেতাকর্মী অপেক্ষা করছিলেন তাঁর জন্য। অবশেষে বিকেল ৫টা ৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। নেতাকর্মী ও উৎসুক সাধারণ মানুষের ভিড় ঠেলে তিনি যখন গুলশানের নিজ বাসভবনে পৌঁছান, তখন বাজে সন্ধ্যা ৭টা ৫৫।
গাড়ি থেকে নেমে দলের নেতা, কর্মী ও সমর্থকদের উদ্দেশে খালেদা জিয়া বলেন, ‘আমি ভালো আছি, সুস্থ আছি।’
বিএনপির চেয়ারপারসনের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবির খান এ কথা জানিয়েছেন।
এদিকে বিপুলসংখ্যক নেতাকর্মীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরে যে জনস্রোত, এটাই প্রমাণ করে তিনি জনপ্রিয় নেত্রী।’
এদিকে আজ বিমানবন্দর সড়ক থেকে গুলশান পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মীর ভিড় দেখা যায়। আনুষ্ঠানিকতা শেষে বিমানবন্দর থেকে খালেদা জিয়ার গাড়িবহর বের হয় পৌনে ৬টার দিকে। নেতাকর্মীদের ভিড়ের কারণে খালেদা জিয়ার গাড়িবহর বেশ ধীরে ধীরে যায়।
গত ১৫ জুলাই চিকিৎসার জন্য লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানে তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ছিলেন। বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান আগে থেকেই লন্ডনে অবস্থান করছেন।