সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের যুগ্ম-সম্পাদক হলেন ডি.জে শাকিল ।
চলনবিলের তাড়াশ উপজেলার কৃতি সন্তান ও আওয়ামীলীগ পরিবারের সন্তান
ডি.জে শাকিল । বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে তার দলের
কার্যকর্ম দেখে তাকে যুগ্ম-সম্পাদক নির্বাচিত করেছেন দলটির
প্রতিষ্ঠাতা ও সভাপতি সাইফুল আহম্মেদ ছোটন। ডি.জে শাকিল
ইতিমধ্যে তাড়াশ তথা চলনবিলের বিভিন্ন এলাকায় বাংলাদেশ মুক্তিযুদ্ধ
প্রজন্মলীগে যোগদেওয়ার আহব্বান জানিয়ে পোষ্টার ও ফেসটন
লাগিয়েছে। ডি.জে শাকিল বলেন, বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ এখন
আমার ঘর । আর নিজের ঘরতো সাজাতে হবেই। আমার দলীয় কাজকর্ম
হয়তোবা ভালো দেখে আমাকে বাংলাদেশ মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের কেন্দ্রীয়
কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে যুগ্ম-সম্পাদক
নির্বাচিত করেছেন।