স্পোর্টস ডেস্কঃ
তাঁকে দলে নেওয়ায় কম কথা শুনতে হয়নি পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক ইনজামামুল হককে। কারণ তারুণ ব্যাটসম্যান ইমামুল হক যে তাঁর ভাতিজা। শ্রীলঙ্কবার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে মাঠে নেমে, দারুণ একটি কীর্তিও গড়ে ফেললেন এই তরুণ ব্যাটসম্যান। অভিষেকে সেঞ্চুরি করে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি।
পাকিস্তানের পক্ষে দ্বিতীয় এবং বিশ্বের ১৩তম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেন ইমামুল। আবুধাবিতে অনুষ্ঠিত ম্যাচে ১২৫ বলে ১০০ রানের চমৎকার ইনিংসটি খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি।
এর আগে ১৯৯৫ সালে এই শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে অভিষেকে সেঞ্চুরি করেছিলেন সেলিম ইলাহি। দীর্ঘদিন পর আরেক পাকিস্তানি হিসেবে এই কীর্তিটি গড়েন ইমামুল।
ইংল্যান্ডের ডেনিস অ্যামিস ১৯৭২ সালে প্রথম এই রেকর্ড গড়েন, ওয়ানেডে অভিষেকে সেঞ্চুরি করেন। এর পর ১৯৭৮ সালে ওয়েস্ট ইন্ডিজের ডেসমন্ড হেইনস, ১৯৯২ সালে জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার, ১৯৯৫ সালে পাকিস্তানের সেলিম ইলাহী, ২০০৯ সালে নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল, ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রাম, ২০১১ সালে নিউজিল্যান্ডের রব নিকোল, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ফিল হিউজেস, ২০১৪ সালে ইংল্যান্ডের মাইকেল লাম্ব, ২০১৫ সালে হংহংয়ের মার্ক চ্যাপম্যান, ২০১৬ সালে ভারতের লোকেশ রাহুল এবং একই বছর দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা এই কীর্তি গড়েন।
ইমামুলের এই রেকর্ডের দিনে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান সহজেই জয় তুলে নিয়েছে। শ্রীলঙ্কা প্রথমে ব্যাট করতে নেমে ২০৮ রান করে। জবাবে পাকিস্তান সাত উইকেট হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।