ঝিনাইদহ জেলা সংবাদাতাঃ
ঝিনাইদহে অবৈধ তামাক ব্যবসায়ে লাইসেন্সের জন্য ¯’ানীয় সরকার নীতিমালা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে এইড ফাউন্ডেশন।
সেসময় লিখিত বক্তব্য পাঠ করেন, এইড এর অবৈধ তামাক বাণিজ্য রোধে ¯’ানীয় সরকারের গাইড লাইন প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ও সহকারী পরিচালক দোয়া বখ্শ শেখ।
সংবাদ সম্মেলনে উপ¯ি’ত ছিলেন, এইড এর প্রশিক্ষণ কেন্দ্র ও লিগ্যাল এইড সেল এর সহকারী পরিচালক অ্যাড. তন্ময় কুন্ডু, ড্রিম প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী শাহাব উদ্দিন আহমেদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, তামাক সেবনের ভয়াবহতা থেকে অধুমপায়ীদের রক্ষায় পাবলিক প্লেস এবং পরিবহনে ধুমপান বন্ধের যে কার্যক্রম গ্রহণ করা হয়েছিল তা সকলের সহযোগীতায় উল্লেখযোগ্য হারে অগ্রগতি হয়েছে। ঠিক তেমন ভাবে যত্রতত্র তামাক বিক্রি বন্ধ করার জন্য এবং তামাক ব্যবসায়ে লাইসেন্সের জন্য ¯’ানীয় সরকার নীতিমালা প্রণনয়ণের জন্য সরকারের প্রতি আহ্বান জানা”িছ।