হেলাল শেখ, ঢাকাঃ ঢাকার আশুলিয়ার জামগড়াসহ বিভিন্ন এলাকার রাস্তার বেহাল দশা-বৃষ্টির কারণে হাটু পানি দেখা যায়। শনিবার সরেজমিনে গিয়ে ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌ-রাস্তা মোড়, ছয়তালা, (বেরুন) বাগবাড়ি রোড, গফুর মন্ডল স্কুল রোড, বটতলাসহ বিভিন্ন রোডে দেখা যায় হাটুপানি। উক্ত রাস্তার বেহাল দশার কারণ জানতে চাইলে সেলিম নামের একজন বলেন, এ এলাকায় কয়েক শত শিল্প কারখানা রয়েছে, ড্রেনেজ ব্যবস্থা না থাকার কারণে রাস্তায় পানি বন্দী হয়ে থাকে। এ বিষয়ে ফারক নামের একজন ব্যবসায়ী জানান, এ এলাকায় শিল্প কারখানা বেশি হওয়ায় লাখ লাখ শ্রমিক কাজ করেন, বাসা বাড়িতে ভাড়া থাকায় গুনোবসদী ময়লা ফেলার জায়গা নেই। ড্রেনের ব্যবস্থা নাজুক, কিছু এলাকায় ড্রেন থাকলেও পলিথিন আটকা পড়ে ড্রেন বন্ধ হওয়ায় রাস্তায় পানি বৃদ্ধি হয়। হাইওয়ে রাস্তা থেকেই শাখা রোডগুলো এখন বেহাল দশা, এ যেন দেখার কেউ নেই। এ বিষয়ে সংশ্লিষ্টরা ব্যবস্থা গ্রহণ করলে জনসাধারণের দূভোগ কিছুটা হলেও কমতো। উক্ত ব্যাপারে জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।