জীবন আমার
লেখক ঃ সাংবাদিক আশিকুর রহমান (টুটুল)
জীবনে ঘনিয়ে এসেছে অন্ধকার
সময় বুঝি হলো শেষ।
যেতে হবে অনেক দুরের পথ
আসতে পারে বাঁধা।
র”খতে হবে তাকে
হাতে নেই ঢাল তলোয়ার।
তবে কি জীবন যাবে থেমে
জীবন চলেছে জীবনের পথে।
থামবে না এই চলা
জীবন বড়ই নিষ্টুর,শুনেনা সে বারন ।
বার বার চায় সে তোমাই
ফিরে আসবে কি?
এই জীবনের তুমি
আশায় বেঁধেচে বুক ।
তুমি আসবে বলে
জীবন ছুটে চলেছে শুধু তোমার সন্ধানে
জীবনের পথে ।