মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের সরকারী
কলেজের বার্ষিক সাহিত্য সংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৭ইং এর পুরস্কার বিতরণ
অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০টায় সময় শহীদ জিয়া অডিটোরিয়ামে পুরস্কার
বিতরণ অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম এর সভাপতিত্বে
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর
সৈয়দ ফজলুল্লাহ, মৌলভীবাজার সরকারী কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ
ফজলুল আলী।
এ ছাড়াও বক্তব্য রাখেন বিশিষ্ট লেখক ও গবেষক মাহফুজুর রহমান, মখলিছুর
রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, বঙ্গবন্ধু ছাত্র
পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগের
সাংগঠনিক সম্পাদক জাকের আহমদ (অপু) সহ অন্যান্যরা।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও কলেজর শিক্ষার্থীরা উপস্থিত
ছিলেন। সাহিত্য ও সংস্কৃতিক বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের
পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়।