সোহেল রানা (হিলি) দিনাজপুর প্রতিনিধি:
ভারতের সুপ্রিম কোটের নির্দেশে হিলি সীমান্তের শুণ্যরেখা
বরাবর বয়ে চলা রেললাইন সহ সীমান্তের বিভিন্ন গুরুত্ব পূর্ণ
পয়েন্ট গুলি পরিদর্শন করেছেন ভারতের স্বরাষ্ট্র সচিব অধ্যাপক এ,কে
মান্নান, আই জিপি এ,কে মিশ্র সহ ১৪ সদস্যের ভারতীয়
প্রতিনিধি দল ।গত মঙ্গলবার দুপুরে সীমান্তের জিরো পয়েন্ট
গেটে প্রতিনিধি দলটি উপস্থিত হলে এসময় বিজিবি উত্তর
জোনের (রংপুর) রেজুনাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো:
সাইফুল ইসলাম, দিনাজপুর সেক্টরকমান্ডার কর্নেল জাকির হোসেন
তাদেরকে স্বাগত জানান। পরে হিলি সীমান্তের চেকপোষ্ট শুন্যে
রেখায় বিএসএফের প্রতিনিধি দলের সাথে বিজিবি মত
বিনিময় করেন। এসময় ভারতের স্বরাষ্ট্র সচিব অধ্যপক এ,কে
মান্নান, আই জি পি এ,কে মিশ্র সীমান্ত রক্ষীবাহিনী
বিজিবি ও বিএসএফের সদস্যদের খোঁজ খবর নেন ও কুশল বিনিময়
করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ভারতের অতিরিক্ত বিএসএফের
ডিজি একে মঙ্গোত্রা , সাবেক ডিজি ডিকে পাথর ,
ডিআইজি ডিকে সিন্থে , কিষান গঙ্ক্ধসঢ়;জ ডিআইজি দেবী
সরন শিন সহ অন্যান্য স্টাফ অফিসার গন । এদিকে বিজিবির পক্ষে
ছিলেন উত্তর জোনের রেজুনাল কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল
সাইফুল ইসলাম,দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন
ও ২০ ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্ণেল রাসেদ মোহাম্মদ আনিছুল
হক উপস্থিত ছিলেন ।