বাংলার প্রতিদিন ডেস্কঃ
রংপুরের কন্ঠ পাঠক ফোরামের আয়োজনে রংপুরের কন্ঠ এর প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার ৩০ অক্টোবর সন্ধায় নীলফামারীর ডোমার রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে কেক কেটে সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে প্রথম বর্ষ পুর্তি উদযাপন পালিত হয়।
উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বোড়াগাড়ী ইউনিয়ন আওমীলীগের সাধারন সম্পাদক মন্জুর আহমেদ্ । রংপুরের কন্ঠের সম্পাদক হরিদাস রায়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন যায়যায়দিনের ডোমার প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টু ,ইত্তেফাকের প্রতিনিধি ডোমার প্রতিনিধি মোজ্জাফর আলী , ভোরের ডাকের ডোমার প্রতিনিধি রওশন আলী পাপ্পু,দৈনিক জনতার ডোমার প্রতিনিধি আব্দুর রাজ্জাক রাজা,যুগের আলোর ডোমার প্রতিনিধি রুবেল, সাংবাদিক রাজ্জাক হোসেন।রংপুরের কন্ঠের ডোমার প্রতিনিধি রবিউল হক রতন,রংপুরের কন্ঠের স্টাফ রিপোর্টার রতন কুমার রায়, ফটো সাংবাদিক রাজ্জাক প্রমুখ।
বক্তারা রংপুরের কন্ঠ’ র সফলতা কামনা করে বলেন,পত্রিকাটি অতীতের মত ভবিষ্যতে ও দেশ ও জাতির কল্যানে কাজ করে যাবে।
উল্লেখ্য,২০১৬ সালের ৩০ অক্টোবর ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটি যাত্রা শুরু করেন। রংপুরসহ সারা দেশবাসীর মুখপত্র হিসেবে ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটি সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে অনেকটা পথ অতিক্রম করে স্ব-গৌরবে স্বীয় অস্তিত্বকে আজকের দিন পর্যন্ত টেনে এনেছে। সুদিন-দুর্দিনে সবসময়ই ‘রংপুরের কন্ঠ’ পত্রিকাটির পাশে ছিল তার সংবাদ কর্মী, অগনিত পাঠক, শুভানুধ্যায়ী ও বিজ্ঞাপনদাতারা। তাদের একনিষ্ঠ সমর্থন ও সহযোগিতায় এ পত্রিকাটিকে অনুপ্রাণিত করেছে।