স্পোর্টস ডেস্কঃ
আগের ম্যাচেই তাজিকিস্তানের বিপক্ষে গোলশূন্য ড্র করেছিল বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে লাল-সবুজের দল। মালদ্বীপকে তারা হারিয়ে দিয়েছে ১-০ গোলে।
আজ বৃহস্পতিবার দুশানবেতে অনুষ্ঠিত এই ম্যাচের একেবারেই শেষ মুহূর্তে গোলের দেখা পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ইনজুরি সময়ে মাহবুবুর রহমান সুফিল দলের পক্ষে একমাত্র গোলটি করেন।
আগামী সোমবার শক্তিশালী উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই উজবেকিন্তান নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ গোলে বিধ্বস্ত করেছে।
এই জয়ের সুবাদে দুই ম্যাচে বাংলাদেশের সংগ্রহ চার পয়েন্ট। ‘বি’ গ্রুপ থেকে লাল-সুবজের দল এক জয় এবং এক ড্রয়ে এই সংগ্রহ ঝুলিতে পুরেছে।