চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ):
ছাতকের ছৈলা-আফজলাবাদ ইউনিয়নের বানারশিপুরের তারুণ্যিক সংগঠন আল-মদিনা সমাজ কল্যাণ
সংস্থার উদ্যোগে ও ছালাম এন্ড ব্রাদার্স গ্রুপ -এর সার্বিক সহযোগিতায় ফ্রি খতনা শুক্রবার
(০৩ নভেম্বর) সকাল ৯টায় বাংলাবাজারের সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের
উদ্যোগে ৩য় বারের মাতো আয়োজিত এ ক্যাম্পে ইউনিয়নের ২৫জন হতদরিদ্র শিশুর বিনামূল্যে
খতনা সম্পন্ন করা হয়। ওয়ার্ড সদস্য আবদুল মতিনের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ
সম্পাদক সাবেল মিয়া ও সাংগঠনিক সম্পাদক জুনাইদ আহমেদের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত খতনা
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মাওলানা মো. আব্দুল
বাছিত। বিশেষ অতিথের বক্তব্য রাখেন, সমাজসেবী সাহেদ আলী, বানারশিপুর জামে মসজিদের ইমাম
মাওলানা ক্বারি আমির উদ্দিন, মাওলানা বুরহান আহমেদ, আবু তইয়ব, ডা. সেবুল মিয়া, সংগঠনের
উপদেষ্টা বাংলাবাজার সামারুন্নেছা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সারোয়ার জাহান ও সমাজসেবী আলকাছ
আলী। শুভেচ্ছা বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি জুয়েল আহমেদ। এসময় অন্যান্যদের মধ্যে
উপস্থিত ছিলেন, সংগঠনের সাবেক সভাপতি রুবেল মিয়া, সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সহ-
সভাপতি আবুল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আমিনুল হক দুর্জয়, অর্থসম্পাদক ইউসুফ আলম,
কার্যকরী সদস্য ফজলুল করিম সুমন, ইমাদ উদ্দিন, বকুল মিয়া, আলামিন, ময়নুল হক, কয়েছ মিয়া
প্রমূখ। অনুষ্ঠান চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হওয়া সংগঠনের প্রবাসী
উপদেষ্টাগণ বিভিন্ন সময়ে সংগঠনের মাধ্যমে এহেন সামাজিক কর্মকান্ড পরিচালনা করায়
সংগঠনের সকলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।