পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
পাঁচবিবি-জয়পুরহাট বিগ বাজেটের সড়কটি অল্প সময়ে ফেটে চৌচিঁর। নির্মানের
৩ মাস পর থেকেই সড়কের কোন কোন স্থান ডেবে যায় ও চিঁর ধরে। কর্তৃপক্ষ প্রথমে
বিটুমিনের গোলাদিয়ে চিঁর ধরা জায়গা ঢেকে রাখার আপ্রাণ প্রচেস্টা চালায়। পরে
গোটা সড়কে চিঁর ধরে। অসংখ্য গর্ত সৃষ্টি হয়েছে। মাঝে মাঝে সেসব গর্ত পিচ্ধসঢ়;
দিয়ে পূরণ করা হলেও নতুন করে আরও গর্ত সৃষ্টি হয়েছে। নিম্ন মানের কাজ করায়
জনগুরুত্বপূর্ণ সড়কটিতে জনদুর্ভোগ ও দুর্ঘটনা বাড়ছে।
বহু নাটকীয়তার মধ্য দিয়ে সড়কটির নির্মান কাজ শেষ করে ঠিকাদারী প্রতিষ্ঠান। অদৃশ্য
হস্তক্ষেপে একাধীকবার থেমে যায় সড়কের কাজ। বহুদিন ধরে জনগনকে ভুগতে হয়েছিল।