মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারে হৃদয়ের
শ্রীমঙ্গল হোয়াটসঅ্যাপ গ্রুপের আর্থিক সহযোগীতায় সোহেল এর অপারেশন সফল
হয়েছে। শ্রীমঙ্গল গাউছিয়া সফিকিয়া সুন্নী মাদ্রাসার ৫ম শ্রেনীর ছাত্র মোঃ
সোহেল মিয়া ইন্টান্যাল হাইনিয়ার ও একশিরা জঠিল রোগে আক্রান্ত ছিল। তার
পিতা মোঃ আনোয়ার আলী পেশা রিক্সা চালক।
কিন্ত দরিদ্র পিতার পক্ষে ছেলের চিকিৎসার জন্য প্রায় ১ লক্ষ টাকার
প্রয়োজন ছিল। লন্ডন ভিত্তিক হোয়াপসঅ্যাপ হৃদয়ের শ্রীমঙ্গল হোয়াটসঅ্যাপ
গ্রুপের আর্থিক সহযোগীতায় সোহেল’র অপারেশন সফল হয়েছে। সোহেল’র চিকিৎসার
খরচ বাদে যে টাকা অতিরিক্ত থাকে সেই টাকা অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে
তুলে দেওয়া হয়।
হৃদয়ে শ্রীমঙ্গল হোয়াটসঅ্যাপ গ্রুপের সহযোগীতায় আজ শক্রবার সন্ধ্যায়
শ্রীমঙ্গল গ্যান্ড তাজ চাইনিজ হোটেলে হোয়াটআপ গ্রুপের সদস্যরা সোহেল’র
বাবা ও মায়ের হাতে নগদ ৫৬ হাজার ২ শত টাকা ও ১৫ হাজার টাকার মূল্যে একটি
রিক্সা তুলে দেওয়া হয়। এর পরে আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল ট্রাষ্ট
ফাউন্ডেশনের পক্ষ থেকে ১১ হাজার টাকা,আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল
ট্রাষ্ট ফাউন্ডেশনের নাতি এম ইলিয়াছুর রহমান পাপ্পু সোহেল এর হাতে তুলে
দেন।
মোচ্ছাব্বির আলী মুন্নার উপস্থাপনায় এসময় উপস্থিত ছিলেন ইউ কে’র হৃদয়ে
হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন ও আলহাজ্ব মোহাম্মদ রজব চ্যারিটেবল ট্রাষ্ট
ফাউন্ডেশনের উপদেষ্টা মোঃ সেলিম আহমেদ, হৃদয়ে শ্রীমঙ্গল হোয়াটসঅ্যাপ
গ্রুপের ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সদস্য ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক
মামুন আহমেদ, শ্রীমঙ্গল থিয়েটারের নাট্যকর্মী কামরুল হাসান দোলন,
শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক, শ্রীমঙ্গল হোয়াটআপ গ্রুপের
এডমিন মোচ্ছাব্বির আলী মুন্না, হৃদয়ে শ্রীমঙ্গল হোয়াটসঅ্যাপ গ্রুপের
এডমিন এম ইলিয়াছুর রহমান পাপ্পু প্রমুখ।
এসময় স্বাগত বক্তব্য রাখেন, সাংবাদিক মামুন আহমেদ, মো: ইলিয়াছুর রহমান
পাপ্পু, বিজয়ী থিয়েটারের নাট্যকর্মী তুহিন চৌধুরী দৈনিক আমার বার্তা’র
জেলা প্রতিনিধি মো: জহিরুল ইসলাম, মোঃ জাকির মিয়া, মো: নোমান সহ প্রমুখ।