আল মামুন জয়পুরহাট জেলা প্রতিনিধি:
দেশে একাত্তরের পরাজিত শক্তিই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে বিভিন্ন
নামে বে-নামে জঙ্গিবাদী নাশকতায় লিপ্ত রয়েছে।
তারা এ দেশের হাজার বছরের সংস্কৃতিকে ধ্বংস করে দেশকে জঙ্গিবাদ রাষ্ট্রে
পরিনিত করতে চায়। এই অবস্থা থেকে বেড়িয়ে আসতে আমাদের সন্ত্রানদের
সুস্থ ধারার সংস্কৃতিতে উদ্বুদ্ধ করতে হবে।
আজ দুপুরে জয়পুরহাটের পাচঁবিবি স্টেডিয়ামে উত্তরবঙ্গ সাংস্কৃতিক
উৎসবের উদ্বোধনী সভায় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর এসব কথা
বলেন-
সাংস্কৃতিক সংগঠন ধরিত্রী বাংলাদেশের আয়োজনে আজ থেকে তিনদিন
ব্যাপী সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক সাংস্কৃতিক উৎসবের
আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য এ্যাড.শামছুল আলম দুদু’র সভাপতিত্বে
বক্তব্য রাখেন ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড.আ.আ.ম.স
আরেফিন সিদ্দিক, ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড.অজয় রায়, শেখ
মুজিবর রহমান জাদুঘরের কিউরেটর এনআই খান, সাংস্কৃতিক সংগঠন ধরিত্রী
বাংলাদেশের সম্পাদক ড.হারুন-অর- রশীদ ,জেলা প্রশাসক মোকাম্মেল হক , পুলিশ
সুপার রশীদুল হাসান, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
এ সাংস্কৃতিক উৎসবে উত্তবঙ্গের ১৬টি জেলার ২শতাধিক সাংস্কৃতিক
কর্মীরা অংশ গ্রহন করবেন। উৎসবে রবীন্দ্র সংগীত,নজরুল সংগীত,ভাটিয়ালী,
বাউলগান , লালনগীতি,কবিগান, পুথিপাঠ, আদিবাসী নৃত্য,নাটক অনুষ্ঠিত
হবে।
এছাড়া সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে সংস্কৃতি’ শীর্ষক আলোচনায় দেশ
বরেণ্য ব্যাক্তিরা অংশ গ্রহন করবেন।