জাকির হোসেন, পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের
সাটিয়া কুজাপুকুর নামক এলাকায় ধরণী মোহন রায় নামে এক অসহায় গরিব মানুষের বাড়িঘর ভাংচুর করেছে
কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। এ ব্যাপারে ১/১১/২০১৭ইং তারিখে তার বড় ভাই ধরনী মোহণ রায় পীরগঞ্জ থানায় অভিযোগ
দায়ের করেছেন। অভিযোগে উল্লেখ্য যে, ১/১১/২০১৭ ইং তারিখ রোজ বুধবার সকাল ১১টার সময় আসামী সম্ভু চন্দ্র
রায়,অনন্তরাম রায়,ভবেশ চন্দ্র রায়,সেভেন্দ্রনাথ রায়,সকলের পিতা বগুলা রাম,মনো রায় পিতা: অনন্ত রায়,কনিক রাণী, স্বামী
সম্ভু চন্দ্র রায়,শনিবালা স্বামী:অনন্ত রায়, তীল রানী স্বামী ভবেশ চন্দ্র রায়,মালতী রাণী স্বামী সেভেন্দ্র নাথ রায় সকলের
গ্রাম সাটিয়া তারা দলে বলে লাঠি সোঠা নিয়ে আমার ভাই মহেন্দ্রনাথের একটি খড়িঘর ও কাড়ি ঘরের বেড়া ভেঙ্গে
নিয়ে যায়। ঘর ভাংচুর করার সময় প্রাণ নাসের হুমকিসহ বলেন যে কোন সময় আমরা তোমাদের ঘর বাড়ি সব ভেঙ্গে
ফেলবো আমরা সংখ্যায় অনেক বেশি বাড়ির পূর্ব পাশ্বে ঘর তৈরী বা কোন বেড়া লাগাইতে দেব না আসিলে মিথ্যা
মামলা দিয়ে সর্বশান্ত করিব। এ নিয়ে অসহায় পরিবারটি নিরাপত্তাহীনতার মধ্যে আছে বলে পরিবারের সদস্যরা
জানান।
এ ব্যাপারে আসামী সম্ভু রাম চন্দ্র রায় সহ আরো কয়েক জন জানান,এটা একটা রাস্তার গেনজাম এ নিয়ে মামলা
চলছে।
এ বিষয়ে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আমিরুজ্জামান বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করা হচ্ছে তদন্ত শেষে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।