স্পোর্টস ডেস্কঃ বিপিএলের অন্যতম শিরোপাপ্রত্যাশী দল ঢাকা ডায়নামাইটস। তবে প্রথম ম্যাচটা হেরে কিছুটা চাপে রয়েছে সাকিব আল হাসানের দল। পরাজয়ের ক্ষত না শুকাতেই দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে হচ্ছে সাকিব-সাঙ্গাকারাদের। দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইটান্স। এই ম্যাচে টস জিতেছেন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ঢাকা ডায়নামাইটসকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।
কাগজে কলমে ঢাকা তুলনামূলকভাবে বেশি শক্তিশালী হলেও দল গঠনে পিছিয়ে নেই খুলনা টাইটান্স। রিলে রুশো, ক্রিস লিন, সেকুগে প্রসন্ন, কাইল অ্যাবোটের মতো তারকারা রয়েছেন দলটিতে। অপরদিকে ঢাকার স্কোয়াডে রয়েছেন সাকিব-সাঙ্গাকারা-এভিন লুইসদের তারকা। এ ছাড়া সুনীল নারাইনের মতো স্পিনারও রয়েছেন দলটিতে।
ঢাকা ডায়নামাইটস একাদশ : সাকিব আল হাসান, মোসাদ্দেক হোসেন, মেহেদী মারুফ, জহুরুল ইসলাম, খালেদ আহমেদ, সুনীল নারাইন, কুমার সাঙ্গাকারা, এভিন লুইস, কাইরন পোলার্ড ও ক্যামেরন ডেলপোর্ট।
খুলনা টাইটানস একাদশ : মাহমুদউল্লাহ, শফিউল ইসলাম, মোশাররফ হোসেন, নাজমুল হোসেন শান্ত, আবু জায়েদ, আরিফুল হক, রিলে রুশো, কার্লোস ব্র্যাথওয়েট, চ্যাডউইক ওয়ালটন, জফরা আর্চার ও আকিলা ধনঞ্জয়া।