স্পোর্টস ডেস্কঃ
এবারের বিপিএলটা দারুণ কাটছে সিলেট সিক্সার্সের। প্রথম দুটি ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নাসির হোসেনের দল। তবে এখনই তৃপ্তির ঢেঁকুর তোলার সময় পাচ্ছে না বিপিএলে নবাগত দলটি। তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে মাঠে নামছে নাসিরের দল। এই ম্যাচে অবশ্য টস হেরেছে সিলেট। রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি সিলেটকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন।
প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে হেরে যায় রাজশাহী কিংস। তবে দ্বিতীয় ম্যাচে জয়ের খাতা খুলতে চান মুশফিক-মিরাজরা। টুর্নামেন্টে চমকজাগানিয়া দলটির বিপক্ষে জয়ের আশা করছে তাঁরা। তবে নাসির-সাব্বিররা সহজে ছেড়ে দেবে না রাজশাহীকে।
রাজশাহী কিংস একাদশ : লুক রাইট, জেমস ফ্র্যাঙ্কলিন, মুশফিকুর রহিম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, ড্যারেন স্যামি, সামিট প্যাটেল, ফরহাদ রেজা, রনি তালুকদার, নিহাদ উজ জামান ও কেসরিক উইলিয়ামস।
সিলেট একাদশ : সাব্বির রহমান, নাসির হোসেন, তাইজুল ইসলাম, কামরুল হাসান রাব্বি, শুভাগত হোম, নুরুল হাসান, লিয়াম প্লাঙ্কনেট, উপুল থারাঙ্গা, রস হুইটলি, আন্দ্রে ফ্লেচার ও ক্রিস্টেফার সান্তোকি।