সালেকিন মিয়া সাগর, দামুড়হুদা:
ধূমপান,মাদক ও দুর্নীতি বিরোধী মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির
উদ্যোগে দর্শনা সরকারী কলেজে ধূমপান, মাদক ও দুর্নীতি বিরোধী ক্লাস
গ্রহণ ও শপথ পাঠ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধক দর্শনা সরকারী কলেজের অধ্যক্ষ
অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের
পরিচালক আবু সুফিয়ান। শতাধিক শিক্ষার্থীদের সামনে ক্লাস গ্রহণ ও শপথ
পাঠ করান সারডা সহসভাপতি শচীন বিশ্বাস । বক্তব্য রাখেন, দর্শনা কলেজের
উপাধক্ষ্য মোঃ আজিজুর রহমান, দর্শনা তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)
শোনিত কুমার গাইন, ক্রীড়া ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পিনা, কেন্দ্রিয় প্রাথমিক
প্রধান শিক্ষক সমিতির সিনিয়ার যুগ্ন সাধারন স¤পাদক স্বরুপ দাস ও সারডা
সোসাইটির পরিচালক রাশেদুল ইসলাম জুয়েল। ক্রীড়া ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পিনা,
বলেন, অধিকাংশ মানুষকে বলতে শুনেছি, দেশ আমাকে কিছু দিল না। কিন্তু আমি
বলব, দেশকে আমরা কি দিলাম, সেটা ভাবতে হবে। আমাদের মন মানসিকতারর
পরিবর্তন করতে হবে। পিতামাতা, শিক্ষক ও বইয়ের সাথে শিক্ষার্থীদের প্রেম করতে
হবে। তিনি বলেন, ধূমপায়ী ও মাদকাসক্ত বন্ধুদের নিকট থেকে দূরে থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ফুল থেকে মৌমাছি মধু সংগ্রহ করে,
প্রজাপতি মনের আনন্দে পরাগায়ন ঘটায় আবার মাকড়শা বিষ সংগ্রহ করে!
সুতরাং তোমরা কি সংগ্রহ করবে? অনুষ্ঠানের প্রধান আলোচক সারডা
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং নরসিংদী ও ঢাকা টাস্কফোর্স কমিটির
সদস্য মুঃ আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া বলেন, আমরা এই শপথ কর্মসূচি
চুয়াডাঙ্গা জেলাসহ দেশব্যাপি হাই স্কুল ও কলেজ শিক্ষার্থীদের নিকট পৌঁছাতে
চাই, এক্ষেত্রে শিল্পপতি/ ব্যবসায়ীরা তাদের সিএসআর (ঈঝজ) ফান্ড/ অনুদান দিয়ে
সারডা সোসাইটির চলমান পথচলাকে সহযোগিতা করতে পারে। তিনি ধূমপান ও
দুর্নীতিমুক্ত পরিবার গঠনের আহ্বান জানান। তিনি আরো বলেন, আমাদের ভূলে
গেলে চলবেনা, সামাজিক অবক্ষয়ের কারণে মাদকাসক্ত স্কুলছাত্রী ঐশী রহমান তার মা
ও পুলিশ কর্মকর্তা বাবাকে ঢাকা বাসায় বিগত ১৬/৮/২০১৩ খ্রিঃ খুন
করে।দর্শনা গণ উন্নয়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ানের সভাপতিত্বে
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, নবার স্যার ছলিমুল্লার নাতি ও ঢাকা
মেডিকেল কলেজ র্ট্যাষ্ঠি বোর্ড ও আঞ্জুমান মফিদুল ইসলাম এর চেয়ারম্যান
আলহাজ নবাব আলি হাসান আশকারি। অনুষ্ঠান পরিচালনা করেন, ছাত্রনেতা
ইসলামুল হক আলামিন।