মেহেদী হাসান উজ্জল ফুলবাড়ী দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) এ বছর রেকর্ড
পরিমান কর আদায় করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সহকারি কর
কমিশনার নাজনীন আকতার নিপার অক্লান্ত পরিশ্রম এবং সেবামূলক
কার্যক্রমের ফলে এ অর্জন সম্ভব হয়েছে।
ফুলবাড়ী কর কার্যালয় সূত্রে জানা গেছে, আয়কর মেলা উপলক্ষে দিনাজপুরের
ফুলবাড়ী উপকর কমিশনারের কার্যালয় সার্কেল-(১০) গত ৬-৭নভেম্বর দুই দিনের
কর মেলায় ৩৬২ জনকে আয়কর বিষয়ক সেবা প্রদান করেছে। সেই সাথে কর আদায়
হয়েছে ১৩ লাখ ৪০ হাজার ৯৪১ টাকা। রিটার্ন দাখিল করেছেন ১২১ জন।
যেখানে গত বছর আদায় হয়েছিলো মাত্র ৪ লাখ ২০ হাজার ৭৫৭ টাকা। সেবা
নিয়েছিলেন মাত্র ৫৬ জন। রিটার্ন দাখিল করেছিলেন ৯১ জন।
সহকারি কর কমিশনার নাজনীন আকতার জানান, তিনি সম্প্রতি ফুলবাড়ীতে
যোগদান করেছেন। তিনি সেখানে যোগদান করার পর থেকে প্রতিনিয়ত কর
প্রদানে সামর্থ্য ব্যক্তিদের কাছাকাছি গিয়ে কর প্রদানে উদ্বুদ্ধ করে যাচ্ছেন।
এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। আগামীতে কর প্রদানকারীর সংখ্যা আরো বাড়বে
বলে আশা রাখেন নাজনীন আকতার নিপা।