মোঃ আব্দুর রহিম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে
৪দিনের মাথায় আবারও অল্পের জন্য বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল মোছা:
ছামিয়া আক্তার (13) নামের এক কিশোরী কন্যা।
এঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী
ম্যাজেষ্ট্রিট মো: মোবাশশেরুল ইসলাম কনে ও বরের পরিবারের লোকজনকে ধরে এনে
অর্থ দন্ড প্রদান করেন।
এ সময় উভয় পরিবার মুচলেখা দেয় যে তারা কোন অবস্থায় আর বাল্য বিবাহ প্রদান করবেন না।
জানাযায়, উপজেলার ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের মছদ্দর মিয়ার মেয়ে
৮ম শ্রেণীর ছাত্রী ছামিয়া আক্তারের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া
আটগড়িয়া গ্রামের মৃত, মধু মিয়ার পুত্র একলাছুর রহমানের বিয়ে ছিল
বৃহস্পতিবার শহরের হবিগঞ্জ রোডস্থ সাদি মহল কমিউনিটি সেন্টারে।
যথারীথি বর পক্ষ বরযাত্রী নিয়ে দুপুরে সেন্টারে আসলেও ওইখানে পৌছে যান
পুলিশসহ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আশেকুল হক।
বর একলাছুর রহমান ও কনের পক্ষকে আটক উপজেলা নির্বাহী কর্মকর্তার কক্ষে
বসে উভয় ভুল শিকার করলে উভয় পরিবারকে ৫ হাজার টাকা করে জরিমানা এদান করা
হয় এবং আর বাল্য বিবাহ করবে না বলে উভয় পরিবার মুচলেখা প্রদান করে।
জানাযায়, বর একলাছুর রহমান মৌলভীবাজার জেলা কারাগারে পুলিশ কনেষ্টবল
হিসাবে চাকুরী করে।