অনলাইন ডেস্কঃ
লেবানন থেকে সৌদি আরবের নাগরিকদের যতদ্রুত সম্ভব দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে লেবাননে না যেতেও নির্দেশ দিয়েছে সৌদি আরব। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা এসপিএ এ খবর জানিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, লেবাননে বর্তমান পরিস্থিতির জন্য সৌদি নাগরিকদের সেই দেশ ত্যাগ ও না যাওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
লেবাননের দুটি রাষ্ট্রীয় সূত্র বলছে, হারিরিকে গৃহবন্দি করা হয়েছে।
তবে আরেকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সৌদি আরবের নির্দেশেই হারিরি পদত্যাগ করেন ও তাঁকে গৃহবন্দি করা হয়েছে।