ঝালকাঠি সংবাদদাতাঃ-ঝালকাঠির কাঠালিয়ায় বাল্য বিবাহ থেকে রক্ষা পেয়েছে ছোনাউটা আলতাফ হোসেন বালিকা দাখিল মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্রী সাবিনা আক্তার (১৪)। সে উপজেলার আমুয়া ইউনিয়নের বিল ছোনাউটা গ্রামের লোকমান হাওলাদারের মেয়ে। খোঁজ নিয়ো জানাগেছে, সাবিনার সাথে বরিশালের উজিরপুর থানার ইছলাদি গ্রামের মোঃ আবদুল কুদ্দুস সরদারের পুত্র স্থানীয় বি.এন কলেজে ডিগ্রী পড়–য়া ছাত্র মোঃ সুমন সরদার (২২) এর সাথে শুক্রবার বিকেলে বিয়ের চূড়ান্ত কথাবার্তা চলছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ডাঃ শরীফ মুহম্মদ ফয়েজুল আলম থানা পুলিশের সহযোগিতায় বর কনে উভয় পক্ষের অভিভাবকদের রাতে নিজ কার্যালয়ে নিয়ে আসেন। অভিভাবকগণ নির্বাহী অফিসারকে জানায় বিয়ের কথাবার্তা চলছিল সত্য কিন্তু বিয়ে হয়নি। স্থানীয় ইউপি সদস্য মোঃ মজিবুর রহমান, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রাহিমা খানম, স্থানীয় মহল্লাদার সোহেল খলিফা তাদের বক্তব্যেও এ সত্যতা নিশ্চিত করেন। সকলের বক্তব্য শুনে উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত অভিভাবক ও জনপ্রতিনিধিদের উদ্দ্যেশে বাল্যবিবাহের কুফল ও পরিণতি সম্পর্কে অবহিত করেন। সার্বিক বিবেচনায় উপজেলা নির্বাহী অফিসার সকলকে বিশেষ করে স্থানীয় জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ সদস্যদের কঠোরভাবে সর্তক করেন ও তাদেরকে স্বাক্ষী রেখে মেয়ের বাবার নিকট থেকে তিনশত টাকার ননজুডিশিয়াল ষ্ট্যাম্পে বাল্যবিবাহবিরোধী অঙ্গীকারনামা গ্রহণ করেন।