সালেকিন মিয়া সাগরঃ চুয়াডাঙ্গা ;
চুয়াডাঙ্গায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শনিবার যুবলীগ দামুড়হুদা উপজেলা শাখার আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে দর্শনা রেল বাজার এলাকায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্ব দর্শণ “জনগনের ক্ষমতায়ন” সুদৃঢ় করাই যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অঙ্গিকার এই শ্লোগানকে সামনে রেখে উপজেলা যুবলীগের সভাপতি মোঃশফিউল কবির ইউসুফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যচুয়াডাঙ্গা জেলা আঃলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ । সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলি আজগর টগর এমপি, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, পৌর আঃলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, পারকৃষ্ণ-পুর মদনা ইউপি চেয়ারময়ান এসএম জাকারিয়া আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন আঃলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ, সূধীজন প্রমূখ।