বাংলার প্রতিদিন ডটকম,
রোহিঙ্গা সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেন, ‘এ সমস্যা জাতীয় সমস্যা। ঐক্যবদ্ধ হয়ে এ সমস্যার সমাধান আমাদের খুঁজে বের করতে হবে।’
আজ রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন খালেদা জিয়া। গত ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালন করে বিএনপি। এ উপলক্ষে আজ সমাবেশের আয়োজন করে তারা।
খালেদা জিয়া বলেন, ‘আজ দেশের সবচেয়ে বড় একটা সমস্যা রোহিঙ্গা সমস্যা।’ তিনি আরো বলেন, ‘আমি আন্তর্জাতিক সংস্থাগুলোকে বলব, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের তাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করে। শুধু ফিরে গেলেই চলবে না, তারা যেন নির্ভয়ে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। তাদের ওই দেশের (মিয়ানমার) নাগরিকত্ব দিতে হবে। কারণ তারা ওই দেশের নাগরিক। তারা বাংলাদেশের নাগরিক নয়। তাদের মানবিক কারণে আমরা আশ্রয় দিয়েছি। কিন্তু এটা বেশি দিন চলতে পারে না।’
খালেদা জিয়া বলেন, ‘ইউরোপ, যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া ভারতের প্রতি আহ্বান রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়ার ব্যবস্থা করবেন। যেন নির্ভয়ে থাকতে পারে সে ব্যবস্থা করতে হবে। অন্যথায় কয়েকদিন পরপর তাদের ওপর অত্যাচার চালানো হয়, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়। তারা বাধ্য হয়ে জান নিয়ে বাংলাদেশে পালিয়ে আসে। এর আগেও দুইবার হয়েছে। একবার জিয়ার সময়। একবার আমার সময়। তখন কিন্তু আমরা মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলে, বিদেশি সংস্থাগুলোর সঙ্গে কথা বলে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠিয়েছিলাম। এখনো এদের মিয়ানমার সরকারের সঙ্গে কথা বলে তাদের ফেরত পাঠানোর ব্যবস্থা করবেন।’
গত ২৫ আগস্ট মিয়ানমারের সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসতে শুরু করে রোহিঙ্গারা। কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করে। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনের তথ্য অনুযায়ী এখন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ছয় লাখেরও বেশি