সোহেল রানা (হিলি) দিনাজপুর প্রতিনিধি:
হিলি স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন এবং সব ধরনের পন্য যেন
এবন্দর দিয়ে আমদানী রপ্তানী হতে পারে সেই লক্ষে হিলি স্থল বন্দরের
ব্যাবসায়িদের সাথে মত বিনিময় করেন রংপুর কাস্টমস কমিশনার
আহসানুল হক। গতকাল রোববার দুপুরে হিলি স্থলবন্দরের কাষ্টমস সভা
কক্ষে হিলি কাস্টমস কর্মকর্তা, সিএন্ডএফ এজেন্ট
এ্যাসোসিয়েসন ও বন্দর ব্যাবহার কারী ব্যাবসায়িদের সাথে এ
বৈঠক করেন তিনি।বৈঠকে ব্যাসায়িরা ভারত থেকে পন্য
আমদানীতে বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরেন। এ সময়
কমিশনার বন্দর কতৃপক্ষের সাথে আলোচনা করে যৌক্তিক
অসুবিধা গুলোর সমাধান করা হবে বলে আশ^াস দেন।এসময় হিলি
কাস্টমস সহকারী কমিশনার মশিয়ার রহমান, আমদানী-রপ্তানী কারক
গ্রুপের সভাপতি হারুন উর রশিদ, সিএন্ডএফ সভাপতি কামাল
হোসেন রাজ, প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার
রহমান মিলনসহ বন্দর ব্যবহারকারী ব্যবসায়িরা উপস্থিত ছিলেন।