জাহিদুল ইসলাম মেহেদী,বরগুনা প্রতিনিধিঃ
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের বেতন -ভাতা ও পেনশন সহ অন্যান্য
সুবিধা, রাষ্ট্রিয় কোষাগার প্রাপ্তির দাবিতে সারাদেশের ন্যায় বরগুনা পৌরসভায়
পূর্ন কর্ম বিরতী পালিত হয়েছে। সোমবার সকাল ৯ টায় পৌরসভা চত্তরে সকাল
থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্ম বিরতী চলে। অবস্থান ধর্মঘটে একত্বতা প্রকাশ
করেছে বরগুনা পৌর পরিষদ । বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারী এসোসিয়েশন
বরগুনা জেলা শাখার সভাপতি পৌর সচিব মোঃ রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ
সময় অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন জসিম উদ্দিন নিবার্হী প্রকৌশলী, সহকারী
প্রকৌশলী মোঃ মশিউর রহমান, মোঃ গোলাম সরোয়ার বাদল, ডেইজী আকতার ,
পৌর কর্মচারী ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ জোবায়েল ইসলাম বাহাদুর, মোঃ
ইব্রাহীম খলিল,সহকারী ট্যাক্র কালেক্টর নাসির উদ্দিন মাহমুদ, সঞ¦ীব কুমার
রায়,লাইসেন্স ইন্সেপেক্টর মোঃ শফিকুল ইসলাম বাবুল ,মামুন অর রশিদ জাকির
হোসেন , উত্তম প্রমূখ। ধর্মঘটে বক্তারা তাদের দাবী মানা না হলে আগামী দিনে
কঠোর আন্দোলনের হুশিয়ারী দেয় এবং অফিসের মূল গেট বন্ধ রেখে সকল কার্যক্রম
বন্ধ রেখে অবস্থান কর্মসূচী পালন করে।