এম,এ সবুর আরাফ,আদালত প্রতিবেদকঃ
সাভারের আশুলিয়ার বাইপাইলে ফাইমা আক্তার নামের এক কিশোরীকে বঁটি দিয়ে গলা কেটে হত্যার অভিযোগে মজনু নামের এক আসামিকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার জেলা ও দায়রা জজ এস এম কুদ্দুস জামান এ রায় দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মজনু মিয়া জামালপুর জেলার মাদারগঞ্জের আমৃতলার রইস উদ্দিনের ছেলে। স্বামী-স্ত্রী দুজনেই গার্মেন্টে কাজ করতেন।
নথি থেকে জানা যায়, মজনু মিয়া তাঁর স্ত্রী ফাইমা আক্তারকে নিয়ে ঢাকা জেলার আশুলিয়ার বাইপাইল পশ্চিমপাড়ায় মনিরুল হকের বাসায় ভাড়া থাকতেন। ২০১৬ সালের ১৩ অক্টোবর পারিবারিক কলহের একপর্যায়ে মজনু মিয়া স্ত্রী ফাইমা আক্তারকে ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করেন। ঘটনার পরপরই মজনু মিয়া পালিয়ে যান।
ওই ঘটনায় নিহতের মা ফাতেমা বেগম বাদী হয়ে আশুলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। পরে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে আশুলিয়া থানা পুলিশ অভিযোগপত্র দাখিল করে। এ ঘটনায় মজনু মিয়া হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেন।