চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের চিরিরবন্দরে
আর্কস্মিক বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এসব বেওয়ারিশ
কুকুরের দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। উপজেলার প্রতিটি
রাস্তাঘাটে কুকুরের উৎপাত সীমাহীন পর্যায়ে এসে দাঁড়িয়েছে।
দিনরাত সমান তালে চলছে তাদের উৎপাত। এদের উৎপাতে সাধারণ মানুষ
আতঙ্কিত এবং আতঙ্কের মধ্য দিয়ে পথ চলতে হিমশিম খাচ্ছে। এতে
পথচারিদের বিশেষ করে শিশু-কিশোর, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ
গবাদি পশু রাস্তা চলাচলে বাঁধার সম্মুখিন হয়ে পড়ছেন। এসব কুকুরের
অধিকাংশই বেওয়ারিশ। কিন্তু এসব কুকুরের ব্যাপারে সরকার বা সংশ্লিষ্ট
কর্তৃপক্ষ কোন ব্যবস্থা না নেয়ায় জনসাধারণের দুর্ভোগ চরম পর্যায়ে
উঠেছে। সর্বদা এসব বেওয়ারিশ কুকুরের দখলে থাকে উপজেলার বিভিন্ন
রাস্তাঘাট। এক সাথে ৫/১০টি কুকুর যখন পথ চলে তখন তাদের দেখে মনে
হয় কুকুরের মিছিল হচ্ছে। এসব কুকুর কখনও কখনও পথচারিদের কারো
কারো পথরোধ করে থাকে। এমনকি কারো কারো হাতে থাকা খাদ্যদ্রব্য
ছিনিয়ে নেয়। এতে বিব্রতকর অবস্থায় পড়তে হয় অনেককে। অনেক সময়
রাস্তায় বা মহাসড়কে দিগদ্বিগভাবে ভোঁ-দৌঁড় দেয়। এতে সড়ক
র্দূঘটনাও ঘটে থাকে। বিশেষ করে মটর বাইক চালকরা বেশি সড়ক
র্দূঘটনার সম্মুুখিন হন। গ্রাম-গঞ্জ, শহর-বন্দর, পাড়া-মহল্লায় সর্বত্রই
একই চিত্র। এসব কুকুরের উপদ্রবে সকলেই অতিষ্ঠ। এসব কুকুর নিধন করা
না হলে জলাতঙ্করোগ মারাতœক আকার ধারণ করবে। ফলে সামাজিক
বিপর্যয় ঘটতে পারে। তাই অভিজ্ঞমহল এখনই এসব বেওয়ারিশ কুকুর
নিধনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি আছে